নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গার্মেন্টস ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধা হাজি শাকিল রানাকে নারী নির্যাতনের মামলা দেওয়ার হুমকি দিয়েছে সোনারগাঁ উপজেলা কৃষক লীগের আহবায়ক করিম আহমেদ। মঙ্গলবার ১২ নভেম্বর আনুমানিক ১০ টার দিকে ব্যবসায়ী শাকিল রানাকে মুঠোফোনে এবং ১৩ নভেম্বর সকাল ৯:২২ এ হুমায়ুন প্রধানের মুঠোফোনে
এ হুমকি দেন। অনুসন্ধানের জানাযায়। ব্যবসায়ী শাকিল রানাসহ আরো ৩জন ২৯,০৪,২০১০ সালে ইছাপাড়া মৌজায় ৩৬.৫০ শতাংশ জায়গা খরিদ করেন এবং দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছে, বেশ কিছুদিন যাবত একদল দুষ্টচক্র বিভিন্ন ভাবে ব্যবসায়ী শাকিল রানার ক্রয়কিত জায়গাতে বেয়ানীভাবে দখল করার পাঁয়তারা করে আসছে। এমন্ত অবস্থায় ব্যবসায়ী শাকিল রানা তার জায়গায় মধ্যে কাজ করতেছে,তার পরবর্তীতে তার মুঠোফোন ও হুমায়ন প্রধান এর মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ব্যবসায়ী শাকিল বলেন সিএস,আরএস রেকর্ডীয় মালিকদের থেকে আমি সহ আমার আরো তিন আত্মীয় ২০১০ সালে এ জায়গা খরিদ করি, কিন্তু ইদানিং কিছু লোক আমাদেরকে হয়রানি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করিয়া আসিতাছে সে সাথে একাদিক মোবাইলে মামলা হামলাসহ ভায়ভীতি দেখাচ্ছে। আমি নিজে বাদী হয়ে বুধবার ১৩ নভেম্বর সোনারগাঁ থানায় একটি সাধারণ ডাইরি করি, আইনশৃঙ্খলা বাহিনীসহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমার পরিবারের জান মালের নিরাপত্তাহীনতায় আছি।