নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ আওয়ামী লীগের সঠিক তথ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মজীবনী নিয়ে প্রামান্যচিত প্রদর্শন করা হলো,
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে এবং উপজেলা আ’লীগের অন্যতম সদস্য ও নগদের নির্বাহী পরিচালক ডাইনামিক নেতা তারুণ্যের প্রতীক মারুফুল ইসলাম ঝলক এর উদ্যোগে (শুক্রবার ৬ এ অক্টোবর) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে হয়ে গেল এ প্রদর্শনী।
নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সাল ও তার পরবর্তী সময়ের না-না ঘটনা নিয়ে হাসিনা এ-ডটার্স টেল প্রামাণ্যচিত্র, যথাসময়ে শো শুরু হয় ১১ টায়, বিকেল ৩ টায়, এবং বিকেল ৫ টায়, আগামীকাল ও শুরু হবে যথাসময়ে।
শুক্রবারের ১১ টার শো দেখতে আসেন ভট্টপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুসহ শিক্ষক শিক্ষিকা, এবং নানা বয়েসী সাধারণ মানুষ, এ বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যেরকে হত্যার পর বাংলাদেশের মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে, হাসিনা এ-ডটার্স টেল প্রামাণ্যচিত্র দেখলে বুঝা যাবে বাংলাদেশের ৭১-৭৫- পরবর্তী সময়ে কি হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত আসতে কতটা তেক ও প্রতীক্ষ এবং সংরাম করেছেন। সোনারগাঁয়ে একটা ব্যতিক্রম আয়োজনে সাধারণ মানুষ সঠিক তথ্য টা পাবে, হাসিনা এ ডটার্স টেল দেখতে আসেন সব বয়সী নারী পুরুষ, রাজনৈতিক বক্তি,সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা,ব্যবসায়ী, সাংবাদিক, এডভোকেট, কলেজ পড়ুয়া ছাত্র, ছাত্রীসহ প্রমুখ।