তপন আহমেদ বিশেষ প্রতিনিধি।
গতকাল ০২ আগষ্ট বুধবার
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোহাট্টা এলাকার জনসাধারন এর প্রধান রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জনগনের চলাচলের অনুপযোগী ও পানি নিষ্কাশন সহ ড্রেনেজ ব্যবস্থা কাজের পরিদর্শন করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এ রাস্তা টির কারনে গোহাট্টা গ্রামের সাধারণ মানুষের জনদূর্ভোগ চরমে পৌছায় এমতাবস্থা
গত ১৮ জুলাই মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম সহ আইপি টিভি চ্যানেলে ফলাও করে প্রচার হয়।
পচা পানির দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম, সামান্য বৃষ্টিতেই সড়কে জমে হাটু পানি, বাসাবাড়িতে সেই পানি ঢোকে সৃষ্টি হচেছ জলাবদ্ধতা অনুসন্ধানে বেড়িয়ে আসে কতিপয় সুবিধাভোগী ব্যক্তি বহুতল ভবন নির্মানের মাটি দিয়ে সরকারী হালটের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করাকেই দায়ী করছেন স্থানীয়রা শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর।
মোগড়াপাড়া ইউপির স্থানীয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু র দৃষ্টি গোচর হয় এবং ১ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শিপন সরকার এর ঐকান্তিক প্রচেষ্টায়
গোহাট্টা এলাকার স্থানীয় বাসিন্দা আরমান মেরাজের বাড়ি হইতে মালাইর বাড়ি পর্যন্ত ৬৫০ ফিটের ইটের সলিং বসানোর কাজ শুরু করেন।
বাকি মালাইর বাড়ির মোড় থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত কাজের ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ইউনিয়ন থেকে সবসময় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) কে অবহিত করা হয়েছে শীঘ্রই মাপঝাপ নেয়া হয়েছে অতি দ্রত সংস্কার কাজটি শুরু হবে বলে জানান।