নিজস্ব প্রতিবেদক।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে বেলা সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগরাপাড়ার চৌরাস্তা গেঞ্জিরা জামে মসজিদের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি,সদর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়।
এরপর বর্ণাঢ্য র্যালি পিরোজপুর ইউনিয়ন থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা রোড মোড়ে মিলিত হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজী সাইয়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ বিএনপি )
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বিএনপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক,খাইরুল ইসলাম সজিব , সোনারগাঁও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দীন নিজাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর যুবদলের নেতা আবু সালে মুসা,ও ইউসুফসহ প্রমুখ।