নিজস্ব প্রতিবেদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া ও আলোচনা।
(বুধবার ১৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া বাজারে মোবারক স্মৃতি সংসদ এর নতুন কার্যালয়ে। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মোবারক হোসেন এর সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দীপ বলেছেন, শেখ রাসেল ছিলেন প্রাণচঞ্চল, বন্ধুবৎসল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী। প্রতিটি শিশুর মাঝেই শেখ রাসেল বেঁচে আছে এবং আজীবন বেঁচে থাকবেন। তিনি বলেন, শেখ রাসেলের শিশুসুলভ অনন্য ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে, নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাদের শফিকুল ইসলাম, ভিপি বাবু, সাবেক ইউপি সদস্য আনোয়ার, মজিবুর, এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।