নিজস্ব প্রতিবেদক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের সাথে ইউপি চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ।
নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭৬ হাজার ৬৯৭ ভোটে এমপি নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল কায়সার এর সাথে সেজন্য সাক্ষাৎ। সোমবার ৮ জানুয়ারী দুপুরে উপজেলার নবনির্বাচিত এমপি আব্দুল্লাহ আল কায়সারের সাথে তার নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সোনারগাঁ উপজেলা ৮ টি ইউনিয়নের চেয়ারম্যানরা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা এর উপস্থিতিতে ফুল দিয়ে আব্দুল্লাহ আল কায়সারকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা, দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মিরা একটি উৎসব মূখর আনন্দ উল্লাস লাভ করেছে। বলতে গেলে সোনারগাঁ জুড়ে নৌকার মনোনয়ন পাওয়ায় নেতাকর্মিদের মধ্যে আনন্দ উল্লাহ ও একটি গণজোয়ারের সৃষ্টি হয়েছে। তাই ৭ই জানুয়ারি সারাদিন ব্যপী জনগণ বিভিন্ন আমেজে তাদের সঠিক প্রার্থীকে বিপুর পরিমানে ভোট দিয়ে জয় লাভ করেছে।
আব্দুল্লাহ আল কায়সার হাসনাত জয় লাভ করায় সোনারগাঁ বাসিকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দ জানিয়েছেন এবং সেই সাথে তিনি সোনারগাঁকে একটি সুন্দর ও পরিছন্ন উপজেলা গড়ার আহবান জানিয়েছেন। সাক্ষাৎকাতে নবনির্বাচিত এমপি কায়সার বলেন উপজেলা সকল জন প্রতিনিধি কে নিয়েই সোনারগাঁ উপজেলাকে আধুনিক, শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তোলা হবে সে সাথে প্রধানমন্ত্রী যে উন্নয়ন সারা বাংলাদেশে হয়েছে তা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে।