তপন মাহমুদ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়েছে।
(১৬ফেব্রুয়ারি) শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের বালুর মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায় একটি কোম্পানির বালুভরাট কে কেন্দ্র করে স্থানীয় জাকির গ্রুপ ও জসিম গ্রুপের মধ্যে এই সংঘর্ষে জাকির গ্রুপের মো: পারভেজ (২৫) নামে একজন নিহত সহ উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইতিপূর্বে একটি বৃহৎ কোম্পানি এলাকায় জমি ক্রয় শুরু করলে উক্ত কোম্পানির বিভিন্ন কাজ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপ গুলোর দ্বন্দ্বে ৩ জন খুন হয়েছে। এটি চতুর্থ। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী এর সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহত পারভেজ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মো: মোতালেব মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।