নিজস্ব প্রতিবেদক।
কৃষক বাঁচাও,দেশ বাঁচাও -এই শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগ এর কার্যালয়ে ১৫ই মার্চ কৃষক হত্যা দিবসে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৯৫সালের ১৫ই মার্চ মাসব্যাপী জামায়াত বি,এন, পি জোট সরকারের আমলে ন্যায্যমূল্যে সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ কৃষকদের স্মরণে সোনারগাঁ উপজেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় সোনারগাঁ উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ করিম আহমেদ এর সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহ্জামাল খোকন,,জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম মোল্লা,জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ আঃ সালাম সেলিম,জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ করিম আহমেদ,জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ মিয়া,জেলা যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা,জেলা যুগ্ন আহবায়ক মোঃ আরাফাত আলী,জেলা কৃষকলীগের সদস্য মোঃ সিরাজ মিয়া, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,সনমান্দী ইউনিয়ন কৃষকলীগ নেতা মোঃ রমজান আলী,মোঃ আব্দুল বাতেন মিয়া,মোঃ মোয়াজ্জেম হোসেন,মোঃ সাদেক মিয়া,মোসাঃ আকলিমা আক্তার,রুমা আক্তারসহ এলাকার বিভিন্ন নেতাকর্মগণ
এ সময় সভাপতি হিসেবে মোঃ করিম আহমেদ বলেন,আমাদের কৃষকরা ন্যায্য মূল্যে সার কিনতে গিয়ে জামায়াত, বিএনপি জোট সরকার যেভাবে ১৮জন কৃষকদের নির্মম ভাবে গুলি করে নিহত করেছেন তাদের রূহে আত্মার মাগফিরাত কামনা করছি।সেই সাথে আমি বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। কৃষকদের প্রতি যে জুলুম অত্যাচার বিগত সরকার করেছে তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমি। বর্তমানে সরকার জননেত্রী শেখহাসিনা কৃষকদের একটি ভালো সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।এই সরকারকে ডিজিটাল ও ম্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষকদেরকে অধিক ফসল উৎপাদকে বৈজ্ঞানীক ভাবে যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ জানাই।