নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘরে) নানা আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন,সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব খালিদ আহমদ। ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ডা, আমিনুর রহমান সুলতান,
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানন অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন, দেশাত্ববোধক গান প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন একে এম আজাদ সরকার, মোজাম্মেল হক,সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।