নিজস্ব প্রতিবেদক।
কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে শনিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁও পৌরসভাধীন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন পৌরবাসী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছে।
জানা গেছে, এদিন সকালে কয়েকটি কুকুর দৌড়ে এসে যাকেই সামনে পেয়েছে এবং রাস্তার পাশে যাকেই পায় তাকেই কামড় দিয়েছে। এতে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধসহ ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে কুকুরের কামড়ে ২০ জন আহত হওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেওয়ারিশ কুকুর দলবদ্ধভাবে এসে সামনে যাকে পায় তাকেই কামড়ে পালিয়ে যায়। তবে কোনদিক গিয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
আহতের মধ্যে বৃদ্ধ জানান, হঠাৎ করে একটি কুকুর দৌড়ে এসে আমাকে কামড়ে দেয়। পরে লাথি দিয়ে হাট ছাড়িয়ে আমি দ্রুত হাসপাতালে যাই।
কাজল নামের অপর এক আহত ব্যক্তি বলেন, কাজের প্রয়োজনে রাস্তায় বের হইছি। এমন সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি কুকুরটি এসে আমাকে কামড়াতে থাকে। তখন আমি ডাক-চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ি। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সাবরিনা হক জানান, কুকুরের কামড়ে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, আহত সবাইকে একটি করে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছে এবং প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ এভাবে ৫টি ডোজ (প্রতিষেধ ইনজেকশন) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে