(মহেশখালী) প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে নৌবাহিনী।
আটক রায়হান (৩৪) মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের ছেলে।
১০ ই আগষ্ট (শনিবার) বিকালে লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে মহেশখালীতে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ দায়িত্বরত নৌবাহিনীর টিম এর হাতে ১টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক রায়হানকে তুলে দান স্থানীয়রা। এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
স্থানীয় জানায়, আটক রায়হান গত ১/২ মাসের আগে মালেশিয়া থেকে আসে দেশে, তার মামা নতুন বাজারের ব্যবসায়ী এনামের জমি দখল বেদখল নিয়ে
অপরাধ সংঘটনের জন্য জনৈক ব্যক্তি সশস্ত্র অবস্থায় করছে খবরে ছোট মহেশখালী এলাকায় আসলে রায়হানকে আটক করে সময় তার কোমরে থাকা ১টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন গুলি উদ্ধার করে বিদ্যুতের খুটির সাথে কোমরে দরি দিয়ে বেঁধে রাখে নৌবাহিনীর টহল টিমকে খবর দিলে সঙ্গে সঙ্গে নৌবাহিনীর টিম ঘটনাস্থলে অভিযান চালায় এ সময় কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
পরে জব্দ অস্ত্র ও গুলিসহ আটক যুবক রায়হান’কে মহেশখালী থানায় হস্তান্তর করে-আইএসপিআর।