নিজস্ব প্রতিবেদক।
কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলায় আহতদের দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে এলেন অভ্যন্তরীণ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (১২ আগস্ট) দুপুরে তিনি আহত শিক্ষার্থীসহ সাধারণ জনতাকে দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিতে জাতীয় চক্ষু হাসপাতালে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জাতীয় চক্ষু হাসপাতালে ডাক্তার
নেতৃবৃন্দ। জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহত ও গুলিবিদ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সম্পর্কিত বিষয়ে অবহিত হন।
উল্লেখ্য গত ৪ ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে যোগদেন নারায়ণগঞ্জ তুলারাম কলেজের ছাত্র রাকিবের চোখে গুলি লাগে, পারিবারিক অবস্থা সচ্ছল না থাকায় তার চিকিৎসা প্রায় বন্ধ হয়েছিলো, এই ঘটনা শোনার পর সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ও রাকিব শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল আহত রাকিব এর চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় তিনি, এবং সিদ্দিকুর রহমান উজ্জল উপস্থিত ছিলেন।