জাফর আলম, কক্সবাজার
অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেলেও পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেছেন, রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝবে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথে এগোচ্ছে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে তারা।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার শহরে এক হোটেলে সাংবাদিকদের তিনি একথা বলেন সালাহউদ্দিন।এর আগে গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন তিনি।বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই সংস্কার হবে নির্বাচনমুখী। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের জন্য মাঝখানে যাতে কোনও ষড়যন্ত্রের জায়গা না থাকে, এ লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি।ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে।গণমাধ্যমকর্মীসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র, তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য সংবাদমাধ্যমের কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আওয়ামী লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।তিনি বলেন, যারা আয়না ঘর বানিয়ে গুম, খুন, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে গুম-খুনের শিকার সব নেতাকর্মীসহ ছাত্র-আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন।