নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁয়ে খরিদকৃত জমিতে বালুভরাট করে জোরপূর্বক জবর দখলের অভিযোগ ওঠেছে মোগড়াপাড়া ইউনিয়নের বিন্নিপারা এলাকার স্থানীয় ভূমিদস্যু জাহাঙ্গীর গংদের বিরুদ্ধে এবিষয়ে ভুক্তভোগী মোঃ রব মিয়া সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে ভুক্তভোগী মোঃ রব মিয়া (৭৫),বলেন আমার পিতা মৃত আজিম উদ্দিন, সাং বিন্নিপারা নিবেদন এই যে, আমি (৪৪১), ইউপি-মোগড়াপাড়া, থানা সোনারগা জেলা-নারায়ণগঞ্জ।
অত্র থানায় আসিয়া এই মর্মে জানাইতেছি যে, বিবাদী ১। মোঃ জাহাঙ্গীর (৫৫), ২। মোঃ এমরান হোসেন উজ্জল (৫৪), ৩। জহিরুল ইসলাম (৫২), ৪। মোঃ জনি (৪৮), সর্বপিতা-মোঃ কালাম মোস্তফা, ৫। মোঃ গোলাম মোস্তফা (৮৫), পিতা-মৃত আলিম উদ্দিন, সর্বসাং-বিন্নিপাড়া, ডাকঘর:-বড়নগর-১৪৪১, ইউপি-মোগড়াপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৫/৭ জন এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি সহ জমির ওয়ারিশগন লিখিত তপশীল মোতাবেক সম্পত্তি খরিদ সূত্রে মালিক হিসাবে দীর্ঘ দিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি। উপরোক্ত বিবাদীগনের সহিত আমার পরিবারের পূর্বে হইতে জায়গা-জমি সক্রান্ত বিষয়দি নিয়া বিরোধ সহ মনমালিন্য চলিয়া আসিতেছে। উপরোক্ত বিবাদীগন আমাদের জমি জোরপূর্বক জবরদখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে। যাহার ফলে আমরা মোকামঃ নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি দেওয়ানী মামলা করি। যাহার মামলা নং- ৬৬৮/২০২৩ইং, বর্তমান মামলাটি বিচারাধীন। বর্তমান বেশকিছু দিন যাবৎ উল্লেখিত আসামীরা, চাঁদাবাজিসহ বহু অনুরুপ ঘটনার আসামী হিসেবে এলাকায় চিহ্নিত অপরাধীদের সাথে সংঘবদ্ধ হইয়া আমাদের দখলকৃত সম্পত্তিতে জোরপূর্বক জবরদখল করিয়া জমির উপর কাজকর্ম করার পায়তারা করিয়া আসিতেছে। অবশেষে অদ্য ইং-০২/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার সময়ে ড্রেজার পাইপ টানিয়া জমির উপর বালু বরাট করার জন্য প্রস্তুতি নিতেছে আমরা জিজ্ঞাসা ও বাধা নিষেধ দিলে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাদের কাজকর্মে বাধা নিষেধ দিলে প্রান নাশের হুমকি প্রদান করিতেছে। পর্যবেক্ষণ করা যাইতেছে যে উপরোক্ত বিবাদীগন ভবিষ্যতে আমাদের জমি দখল সহ অভিপ্রায়ে কোন মিথ্যা দলিল বা দলিলের বিশেষ অংশ প্রস্তুত করিয়া জোরপূর্বক জবর দখর করিয়া নিবে। ধারনা করা যাইতেছে যে, উপরোক্ত বিবাদীগন পর ধনলোভী ও খারাপ প্রকৃতির ব্যক্তিগন আমাদের সম্পত্তিতে বিবাদীগনের কাজকর্মে করার জন্য সকল প্দক্ষেপ নিছে আমরা যদি বাদীগনের জোরপূর্বক জবরদখলে বাধা নিষেধ দেই তাহলে উক্ত স্থানে খুন জখমরে সম্ভবনা বিদ্ধমান রহিয়াছে। আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল উপরোক্ত বিষয়ে ভূমিদসুদের থেকে আমার জমি উদ্ধার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করিতেছি।
এবিষয়ে বিবাদী মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা তাদের ওয়ারিশদের কাছ থেকে জমি ক্রয় করেছি আমাদের কাছে যথেষ্ট দলিলাদী রয়েছে তার প্রেক্ষিতে জমি ভরাটের সিদ্ধান্ত নিয়েছি,
এবিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি দুই পক্ষ কে থানায় ডাকা হয়েছে পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে