নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারী অধ্যাপক অধ্যাপক দিলারা আফরোজাকে পুনরায় পূর্ণবহাল করা হয়।
৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের ছাত্র ছাত্রীরা সম্মানের সাথে ফুলের মালা পরিয়ে তাদেরকে কলেজে নিয়ে আসেন।উল্লেখ্য গত ২৫ আগষ্ট রোববার বিকালে কয়েকজন শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারি অধ্যাপক দিলারা আফরোজার বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে বিক্ষোভ করে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের মূখে অনেকটা বাধ্য হয়েই সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারি অধ্যাপক দিলারা আফরোজা সাদা কাগজে পদত্যাগ করেন। তারই পরিপ্রেক্ষ সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশ্রাফুজ্জামান অপু ও তার স্ত্রী সহকারী অধ্যাপক দিলারা আফরোজাকে পূর্ণবহাল করার দাবিতে গত ২৭ এ আগষ্ট বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম পারভেজ বলেন সোমবার আমরা কলেজের শিক্ষার্থী মিলে স্যারকে তার বাসা থেকে সম্মানের সঙ্গে নিয়ে এসেছি।অন্যান্য শিক্ষার্থীরা আরও বলে, আমরা অধ্যক্ষ অপু স্যারকে কলেজে দেখতে চাই এবং তার সে পদত্যাগ মানি না। অন্যায়ভাবে যারা স্যারকে পদত্যাগে সই করাতে বাধ্য করিয়েছে, আমরা তাদের বিচার চাই।
শিক্ষার্থীরা কলেজে নিয়ে আসার পর অধ্যক্ষ আসাদুজ্জামান অপু বলেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা শিক্ষকের মর্যাদা বুঝতে পেরেছে। তাই আমাকে সম্মান দিয়ে বাসা থেকে কলেজে নিয়ে এসেছে। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কাছে চিরকৃতজ্ঞ।