নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় (২৮ই ডিসেম্বর) বুধবার সকাল ১১টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজের এর দুইপাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
সোনারগাঁ ফুটওভার ব্রিজ এলাকায় ওই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন,মোগরাপাড়ার চৌরাস্তার মহাসড়কের তীরে অবৈধ দখল উচ্ছেদ ঠেকাতে কারও প্রভাবই খাটবে না। সোনারগাঁ উপজেলা প্রশাসন এ অভিযান শুরু করেছে, তা অব্যাহত থাকব।
অভিযানে বেলা বিকেল পর্যন্ত ১৫০টি ও বেশি অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে দেয়া হয়েছে। এর আগে উপজেলা প্রশাসন কাচপুর এলাকায় উচ্ছেদ অভিযান অভিযান চালিয়ে রাস্তার তীরের প্রায় ৩৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।