মুন্সিরগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা- মাওয়া মহাসড়ক ও গজারিয়া উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় পৃথক দুইটি ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান,গত ২৬ সেপ্টেম্বর রাত পৌনে তিনটার দিকে মাওয়া মহা সড়কে ডা. রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে প্রাইভেটকার আটক করে ডাকাতি করেন। ওই সময় প্রাইভেটকারে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে গাড়ীতে ছিলো। ডাকাতরা গাড়ীর গ্লাস ভাংচুর করলে তারা ভিত হয়ে পড়ে।এসময় ডাকাতরা একটি লাইসেন্সকৃত বিদেশী পিস্তল,তিনটি ম্যাগজিন ও ২৮ রাউন্ড গুলিসহ পিস্তলটি এবং ওই ব্যবসায়ীর কাছে থাকা দুইটি ডেবিট কার্ড , ২টি একটি ক্রেডিট কার্ড নিয়ে যায়। এছাড়াও গাড়ীতে থাকা একটি আই ফোন সহ দুইটি মোবাইল ফোন, ঘড়ি ,স্বর্নের চেইন এবং ৪টি স্বর্নের চেইন নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় পুলিশ মুন্সীগঞ্জ জেলা ও জেলার বাইরে অভিযান ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলেন, মো: কামাল, মো: আলমগীর,রাজিব হালদার, মোখলেছ ওরফে সুমন, হেলাল দেওয়ান এবং পুলিশ সুপার আরোও জানান,গত ২৭ সেপ্টেম্বর গজারিয়া উপজেলার ঢাকা- চট্টগ্রাম এক ব্যবসায়ীর একটি নোয়া গাড়ী আটক করে ডাকাতির ঘটনায় ঘটে। ওই ঘটনায় জড়িত থাকা দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো. রাহাত মিয়া ও মো. শাহীন। আটককৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত অনেকেই ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় আটক হয়েছিলো। আটককৃত আসামীরা সকলেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলেও প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ।