নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামের জন-সাধারনের চলাচলের দূর্ভোগ লাঘব করতে নাগেরগাঁও ও মিধাকান্দী এবং সরিষা গ্রামের গোরস্থানের রাস্তার কাজ সম্পন্ন করলেন উক্ত ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম সরকার এর নিজ অর্থায়নে তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ কাজের শেষ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও আ’লীগ নেতা রফিকুল ইসলাম সরকার।
নাগেরগাঁও গ্রামের মেইন সড়ক পর্যন্ত নতুন রাস্তাটি ১৬ লক্ষ টাকায় নির্মান কাজের শেষ পর্যায়ে রয়েছেন।
স্থানীয় ব্যক্তিবর্গরা এ প্রতিনিধিকে জানান এ রাস্তাটি করার ফলে সহজে মৃত ব্যক্তিদেরকে দাফন করা যাবে।
স্থানীয়রা জানায়,৩টি গ্রামের সংযোগ রাস্তাটি না থাকায়,অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে তাদের।
নির্মান কাজ শেষ হলে তাদের চলাচলের খুবই সহজ হবে। ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারের নিজ অর্থায়নে এ রাস্তাসহ একাধিক রাস্তা সংস্কার,নির্মান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ দক্ষতার সহিত পালন করায়, অত্র এলাকার জনসাধারণের পক্ষ থেকে ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারকে অসংখ্য ধন্যবাদ জানান।