বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।
প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১১ মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ স্মৃতি সরকারি বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বই উৎসবে উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। ইউপি সদস্য শিপন সরকার, জাহের মিয়া ও স্থানীয় গণমানবৃত্তি বর্গসহ সকল শিক্ষকবৃন্দ। বই বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সত্ত্বেও বিগত বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথা সময়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান বলেন, বিশ্বের চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ণে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাপনাকে গুরুত্ব সহকারে নিরলস কাজ করছে।