বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।
নানা কর্মসুচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। (৪ জানুয়ারি বুধবার) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগের দিকনির্দেশনায় ও ছাত্রলীগ এর উদ্যোগে প্রথমে পতাকা উত্তোলন, এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার শেষে একটি আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার পার্টি অফিস থেকে বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুটওভার ব্রিজের নিচে এসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার হাসনাত, আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,আবু সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, সাবেক জেলা পরিষদের সদস্য মুস্তাফিজুর রহমান মাসুম, যুবমহিলা লীগের সদস্য জাকিয়া সুলতানা ঝরা, ছাত্র লীগনেতা সাগর,রাসেল, ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস,সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২’র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।