বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পৌর যুবদল নেতা রিতুর নেতৃত্বে বিশাল মিছিলের শোডাউন সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরীতে টিস্যু কারখানায় ভয়াবহ আগুন সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ সোনারগাঁওয়ে হাজী জালাল টাওয়ার সামনে..ডাস্টবিন বিতরণ সোনারগাঁয়ে ব্যবসায়ীকে নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি ৯ মামলার আসামি ফারুক হোসেন রিপনকে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ইয়াবাসহ নারী পুরুষ আটক সোনারগাঁও সাহিত্য নিকেতনের নতুন পরিচালনা পরিষদ গঠিত। সভাপতি আসমা, সম্পাদক রবিউল উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে বিএনপি নেতার ক্ষমতার প্রভাব-স্কুলের মাঠ কেটে পানির ড্রেনের রাস্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে পানির ড্রেনের স্কীমের পাইপ লাইন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যানের ছোট ভাই স্থানীয় বিএনপি নেতা। খেলার মাঠ কেটে গর্ত করার কারনে স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। স্কুলের খেলার মাঠ কেটে পাইপ লাইন নেওয়ার কারনে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই ৬-৭ ফুট গভীর করে এ পাইপ লাইনের কাজ করছেন,

বারদি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আজগর ও তার ভাই জাফর ও জহিরুল ইসলাম দাড়িয়ে থেকে শ্রমিকের মাধ্যমে গত রোববার স্কুল ছুটির পর পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ৬-৭ ফুট গভীরে গর্ত সৃষ্টি করে পাইপ লাইনের কাজ করছে বলে অভিযোগ উঠে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান
স্কুল মাঠ গর্ত করার কারনে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। টিফিন সময়ে শিক্ষার্থীরা মাঠে আতংকে বের হয় না। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু দাউদ ভূইয়াসহ সদস্যরা।

(৩০ জানুয়ারী) সোমবার দুপুরে গিয়ে জানা যায়, বিএনপি নেতা আলী আজগর উদ্দেশ্য পণিতভাবে ওই এলাকায় ইরি ও বোরো মৌসুমে জমিতে নির্দিষ্ট টাকার বিনিময়ে নদী থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করে পানি সরবরাহ করে ব্যবসা করে থাকে। তিনি এ পানি সরবরাহের জন্য পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ গভীরভাবে কেটে পাইপ লাইন নিচ্ছেন। মাঠ কাটতে এলাকাবাসী বাধা দিলেও তিনি কারো কথা শুনেননিপাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ভূঁইয়া সোনারগাঁও নিউজকে জানান, বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজগর আলী চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের জমি, খাস জমি, স্কুলের জমি দখল করে রেখেছেন। তিনি একজন দখলবাজ লোক। তাদের ব্যক্তিগত ব্যবসা হাসিলের জন্য এ স্কুলের মাঠ কেটে পাইপ লাইন নিয়ে যাচ্ছেন। তাদের বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের কপালে জোটে মারধর।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, রোববার স্কুল ছুটির পর দুর্বৃত্তরা স্কুল মাঠে দীর্ঘ ১৬০ ফুট গভীরে ৭ ফুট করে গর্ত করে রেখেছেন। এ বিষয়টি স্কুলের দপ্তরির মাধ্যমে নিশ্চিত হয়েছে। এটি সরকারী সম্পত্তি। এ সম্পত্তি রক্ষা করার সকলের নৈতিক দায়িত্। এ বিষয়ে শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করা হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু দাউদ ভূইয়া সোনারগাঁও নিউজকে বলেন, স্কুল মাঠে গর্ত সৃষ্টি করার ফলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে আছে।

স্কুলের পাশ্ববর্তী জমি আলী আজগর চেয়ারম্যানের। তাদের জমির উপর গর্ত সৃষ্টি না করে স্কুল মাঠে গর্ত করে পানির পাইপ লাইন নিচ্ছেন। এ স্কুলের জমিও তারা দখল করে রেখেছেন।অভিযুক্ত বিএনপি নেতা আলী আজগর চেয়ারম্যান জানান, ওই এলাকার জনগনের উপকারের জন্য মাঠ দিয়ে পাইপ লাইন নিয়েছেন। কোন অনুমতি না নিয়ে তিনি ভুল করেছেন বলে জানিয়েছেন। পাশ্ববর্তী আপনার জমি দিয়ে লাইন নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান জানান, সরকারি সম্পত্তি কোনভাবেই দখল করতে দেওয়া হবে না। স্কুলের মাঠ কেটে পানির লাইন নেওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষনিকভাবে সহকারী শিক্ষা অফিসারকে সেখানে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.