রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁ পাইলট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, বাউন্ডারি ওয়াল ও মেইন গেটের শুভ উদ্বোধন এবং নবীন বরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়।
বুধবার ১লা ফেব্রুয়ারী দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব লিয়াকত হোসেন খোকা, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩, সভাপতির বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী, সভাপতি, সোনারগাঁ পাইলট বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা, জনাব রেজওয়ান- উল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার, সোনারগাঁ নারায়ণগঞ্জ, জনাব ইব্রাহিম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনারগাঁ নারায়ণগঞ্জ, জনাব সাইফুল ইসলাম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, জনাব মাহাবুব আলম, অফিসার ইনচার্জ, সোনারগাঁ থানা, জনাব, আবু নাইম ইকবাল, সদস্য, জেলা পরিষদ নারায়ণগঞ্জ সহ আরো অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অতিথি বৃন্দ সহ গনমাধ্যমের কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন এমপি খোকা। সোনারগাঁয়ে বিদ্যালয় গুলোকে ভবনে রূপ দিয়েছে একমাত্র এমপি খোকা। শিক্ষা প্রতিষ্ঠানে তার এ অবদান সোনারগাঁয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে চিরদিন। তিনি সকলের মনের ভেতর একটা জায়গা করে নিয়েছেন শুধু তাই নয়, তিনি কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক হয়ে তাঁদের ভালো বাসা অর্জন করতে সক্ষম হয়েছে। সকলে তার ভালোবাসায় মুগ্ধ। এছাড়াও এমপি খোকার সোনারগাঁয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন বক্তারা। কোন শিক্ষার্থী ইভটিজিং বা বখাটেদের উত্তপ্ত শিকার হলে থানায় অবগত করার জন্য বিশেষভাবে অভিভাবকদের অনুরোধ করেন অফিসার ইনচার্জ ওসি মাহাবুব আলম সুমন।
সব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য,জনাব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, আমি খুবই আনন্দিত আজ। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি। আজকে আমার মাধ্যমে তোমাদের জন্য কিছু করতে পেরেছি বলে আমি ধন্য। তোমরা সারা বিশ্বে শিক্ষার আলো ছড়িয়ে দিবে আমি এ আশা করি। সারা বিশ্বে তোমারা ছড়িয়ে পড়বে আমি এ আশা করি। এ বিদ্যালয় থেকে তোমরা ভালো ফলাফল করলে আমি খুশি আমি সাফল্য। এ সোনারগাঁয়ে প্রায় ৪২টি ভবন নির্মাণ করতে আমি সক্ষম হয়েছি। এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মর্জিতেই হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সোনারগাঁয়ের জন্য যতগুলো কাজ চেয়েছি আমি পেয়েছি আমি কখনো বঞ্চিত হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করছি। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।