রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও এলাকায় শাহজালাল এর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে রাতে এ ঘটনা ঘটে। সাংবাদিক নয়ন নিজে বাদি হয়ে রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ থেকে জানাযায়
গতকাল ১১ ফেব্রুয়ারী শনিবার রাত নয়টায় সোনারগাঁ প্রেস ক্লাব থেকে সাংবাদিক আক্তারুজ্জামান নয়ন মিয়া (৫৩) ডেইলি এশিয়ান এইজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি, নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও এলাকায় পৌঁছালে আগে থেকেই পরিকল্পনা মোতাবেক মোঃ পাবেল মীর (৩২), ২। মোঃ রুবেল মীর (৩৫), ৩। শরিফ মীর (২৪), ৪। পলাশ মীর (২০), সর্ব পিতা-মৃতঃ দেলোয়ার হোসেন, সর্ব সাং চরনোয়াগাঁও ইউপি-নোয়াগাঁও, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ সহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন
পূর্ব শত্রুতার জের ধরিয়া ধারালো চাপাতি, ছোড়া, রামদা , শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে তাহাদের প্রত্যেকের
হাতে থাকা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়া এলোপাতারী মারপিট করিয়া হাতে, পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। সাংবাদিক নয়ন আরো জানান বহুদিন যাবত আমাকে মারপিট করিয়া খুন জখম করিবে বলিয়া ভয়ভীতি সহ হুমকী দিয়ে আসছিল। ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া কোপ মারিয়া মাথায় তালু কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়া কোপ মারিয়া মাথায় তালুর সামনে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ৩ নং বিবাদী একই উদ্দেশ্যে তাহার হাতে থাকা শাবল দিয়া আঘাত করিয়া বাম পায়ের হাটু ফাটা গুরুতর জখম করে। ডাক চিৎকার শুনিয়া মোঃ আলমগীর আগাইয়া আসিয়া ঠেকাইলে উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা তাহাকেও মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং বিবাদীরা আলমগীর এর ব্যবহৃত একটি মোবাইল সেট নিয়া যায়। যার মূল্য-২৫০০/- টাকা। ১, ২ ও ৪ নং
বিবাদীরা আমার সাথে থাকা জমি কিনার বায়না করার জন্য রক্ষিত নগদ ৩,০০,০০০/- টাকা নিয়া যায়। এলাকা বাসি উদ্ধার করে সাংবাদিক নয়নকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান সাংবাদিক নয়ন কে অতর্কিত হামলায় মামলা নেওয়া হয়েছে, রাতেই একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে৷।