রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধি।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার যুবলীগ সভাপতি আলহাজ্ব রফিকুল নান্নুকে নিয়ে গভীর ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতা। গতকাল (১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ) দুপুরে মোরগাপাড়া চৌরাস্তা কলাপাতা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৮ জানুয়ারী নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মোঃ শরীফ হোসেন (৪০) পিতা মোঃ সামছুল হক, সোনারগাঁ পিরোজপুর নিবাসী বাদি হয়ে যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু কে বিবাদী করে একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে নান্নু বলেন, আমার নামে বিজ্ঞ আদালতে যে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে, তা একমাত্র উদ্দেশ্যে মূলক ও রাজনৈতিক প্রতিহিংসা। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ও আমার পরিবার কে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মিথ্যা অভিযোগ দায়ের করেন। তিনি আরো বলেন, এ মামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। একটি কূচক্রীমহল আমার জনপ্রিয়তার ঈশ্বান্বিত হয়ে আমাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ও মানহানি করার জন্য নানা রকম পায়তারা চালাচ্ছে। অচিরে এ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে জনসম্মুখে প্রকাশ করা হবে।
এছাড়াও তিনি আরো বলেন, বিএনপি জামাত শিবির কর্মী শরীফ হোসেন সোনারগাঁ আওয়ামীলীগকে নিয়ে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাকে ও আওয়ামীলীগকে নিয়ে একটি দলের ইন্ধনে এ সমস্ত অপপ্রচার সহ মিথ্যা মামলার কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা সঠিক বিষয় যাচাই-বাছাই করে সত্য বিষয়ে উদঘাটন করে আমাকে এখান থেকে দায়মুক্ত করবেন আমি কোনভাবেই এই বিষয়ে জড়িত না।
কিছু অনলাইন ও প্রিন্টিং মিডিয়া আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সঠিক বিষয় যাচাই করে সংবাদ প্রকাশ করবেন।
এছাড়াও নান্নুর ভিত্তিহীন মামলার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগের বিষয়ে তার স্ত্রী বিউটি আক্তার বলেন, যে জায়গাটি নিয়ে শরিফ হোসেন চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করেছে সে জায়গাটি আমার,অভিযোগ করা উচিত ছিল আমার নামে কিন্তু আমার স্বামীকে নিয়ে ষড়যন্ত্র করে এ মিথ্যা অভিযোগ, নানা অপবাদ ও ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ পরিবেশন উদ্দেশ্য প্রণীত। কোন দল পিছন থেকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।