রবিন আহমেদ সোনারগাঁ প্রতিনিধি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫ ফেব্রুয়ারি সকাল১১:০০ঘটিকার সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর চত্তরে) মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে এক গণসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
এতে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনসাধারন বীর মুক্তিযোদ্ধাগণ স্কুল -কলেজের শিক্ষক -শিক্ষার্থীগণ ও বিভিন্ন জনপ্রতিনিধিগণের অংশগ্রহনের মাধ্যমে মাদক বিরোধী আলোচনায় বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন এবং সকলকে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার তাগিদ দিয়েছেন।
এ সময় জেলা প্রশাসক বলেন,করোনা হলে এর থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যে একবার মাদকে আসক্ত হয় সে আর ভালো হয় না। মাদকের ব্যবহার দিন দিন বেড়েই চলছে এর থেকে নিস্তার পেতে হলো আমাদের সকলকেই সচেতন হতে হবে।
এ সময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন,মাদক নির্মূলে প্রত্যেক সমাজে পঞ্চায়েত কমিটি গঠন করতে হবে।শুধু পুলিশ প্রশাসন দিয়েই চলবে না।পঞ্চায়েত কমিটির মাধ্যমেই আমরা ইচ্ছা করলে এই সমাজ থেকে মাদক নির্মূল করতে পারব। ইনশাআল্লাহ
এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা,জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃজাফরুল্লাহ্ কাজল,জেলা সিভিল সার্জন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ ইব্রাহীম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মোঃ রেজাউল করিম,পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার,বারদি ইউনিয়ন চেয়ারম্যান লায়ন বাবুল,সোনারগাঁ থানা অফিসার্স ইনচার্জ মাহাবুব আলম,জাতীয় পার্টীর সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,জাতীয় পার্টীর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাবেদ রায়হান জয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমানগণি পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,সিনিয়র সহ-সভপতি জহিরুল ইসলাম,ও বিভিন্ন সাংবাদিকগণ