রবিন আহমেদ সোনারগাঁ।
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচা ও চাচাত ভাইদের সাথে মারা- মারির ঘটনা ঘটে।
এ বিষয়ে জানা যায় মোঃ আনিছ ভূঁইয়া (২৬), পিতা- মহারাজ ভূঁইয়া, সাং দুধঘাটা, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া বিবাদী ১. শফিকুল ইসলাম ভূইয়া (৫৫), ২. মোঃ শরীফ ভূইয়া (৪৫), উভয় পিতা মৃতঃ জাফর উদ্দিন ভূঁইয়া, ৩. মোঃ শাকিব (২৫), ৪। মোঃ আশরাফুল (২০), উভয় পিতা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, সর্ব সাং দুধঘাটা, ৫। রাসেল (৩০), পিতা- ফজর আলী, সাং চৌধুরীগাঁও, সর্ব থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ-গনদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করেছেন যে, উপরোক্ত বিবাদীদের সাথে আমার ও আমার পরিবারের লোকজনদের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছিল। বিবাদীরা প্রায়ই আমার পরিবারের লোকজনদের ভয়ভীতি সহ হুমকী ধামকী প্রদান করিয়া আসিতেছিল।
এরই ধারাবাহিকতায় ইং ১৬/০২/২০২৩ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে বিবাদী তাহাদের হাতে ধারালো দা, ছুরি, লোহার রড সহ দেশীয় অস্ত্রসস্ত্রে নিয়া বে-আইনী ভাবে আমাদের বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করিতে থাকে।
তখন আমি, আমার বাবা এবং আমার চাচা শাহ জালাল ভূঁইয়া (৩৫) ও শামীম ভূইয়া (৩০) ঘর হইতে বাহির হইয়া বিবাদীদের মৌখিক ভাবে প্রতিবাদ করিলে ১নং বিবাদীর হুকুমে সকল বিবাদীরা আমাদের উপর অতর্কিত ভাবে এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। ৩নং বিবাদী ধারালো দা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিলে তাহার মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ৪নং বিবাদী লোহার রড দিয়া আমার বাবার পায়ে বাড়ি মারিয়া হাটুর নিচে হাড় ভাঙ্গা জখম করে। ৫নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার চাচা শামীম ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া মাথায় কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী আমার চাচা শাহ জালাল ভূইয়ার সাথে থাকা নগদ ২০,০০০/- টাকা নিয়া যায়। পরবর্তীতে বিবাদীরা আমাদের ঘর বাড়ী বাইরাইয়া ভাংচুর করিয়া অনুমান ৮০,০০০/- টাকার ক্ষতি সাধন করিয়া প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকী ধামকী প্রদান করিয়া চলিয়া যায়। পরে লোকজনের সহায়তায় আমার বাবা ও চাচাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া ভর্তি করি। আমি উপরোক্ত ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ করিতে বাধ্য হই ।