নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নতুন সেবা জেনারল হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে কর্মরত জহির ইসলাম নামে এক ব্যক্তিকে খুন করে লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। (বুধবার ২২ ফেব্রুয়ারি) রাতে নিজের কর্মক্ষেত্রে দুর্বৃত্তরা তাকে খুন করেছে বলে দাবি স্বজনদের। তবে এ ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকার আবুল হোসেন এ-র ছেলে জহির (৪০) তিনি ১ সন্তানের জনক। তার গুম হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।
নিহতের মা ও ছোট বোন জানান,মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় সে তার কর্মক্ষেত্র নতুন সেবা জানালেন হাসপাতালে ফার্মেসিতে আসেন। ফোন বন্ধ পাওয়ায় বিষয়টি জহির এর পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে তার খোঁজে হাসপাতালে আসেন। পরে তার পরিবারের সদস্য এবং এলাকার লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে জহিরকে হাত পা বাধা অবস্থায় গিয়ে দেখতে পান,এবং মেঝেতে বিভিন্ন স্থানে পড়ে থাকা রক্ত ও মোবাইল ফোনটি দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। এ থেকে তাদের ধারণা, জহিরকে খুন করে লাশ গুম করতে চেয়েছেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, জহির একজন খুবই ভালো মানুষ ছিলেন। কী কারণে তাকে খুন করে লাশ গুম করতে চেয়েছে, ভেবে পাচ্ছি না। তবে কিছুদিন আগে হাসপাতালের একজনের সঙ্গে তার ঝগড়া হয়েছিল বলে শুনেছি।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানুল্লাহ জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। জহিরকে হত্যা করে লাশ গুম করতে চেয়েছে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি, তাকে খুন করে গুম করতে চেয়েছে। এলাকাবাসীর দাবী এ পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে বের করে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে, এবং দোষীদের ফাঁসি দাবি জানান তারা।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ৫ জনকে আটক করেন,আটককৃতরা হলেন উক্ত হসপিটালের পরিচালক
মুস্তাফিজুর রহমান,মনিরুল ইসলাম(৬০) নাইট শিফট ম্যানেজার এম.বি.বি.এস.ডা.নাজমুল হাসান(আলম),ওয়ার্ড বয় মিন্টু মিয়া, ও ডে শিফট ম্যানেজার আক্তারুজ্জামান।