বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।
সোনারগাঁ উপজেলার তাহের পুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে
(৬ ই মার্চ সোমবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আহাদ, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আহাদ,
অভিভাবক সদস্য এম,এ, সালাম ভূইয়া, জহিরুল হক, ইসমাইল হোসেন, মুকুল ভূইয়া সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আহাদ, এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমান সময়ে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরীক্ষার রেজাল্ট অত্যন্ত ভালো।
এ ধারাবাহিকত অব্যাহত রাখতে, অভিভাবক ও আরো দায়িত্ববান হতে হবে সে সাথে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার প্রতি আরো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে করে সোনারগাঁয়ে আমরা একটা মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সেরা হতে পারি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।