বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়েছে।
শনিবার রাত ১০টা ১ মিনিটে যৌথভাবে এ কর্মসূচি পালন করে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি।
সোনারগা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম এর নেতৃত্বে শনিবার রাত ১০টা ১ মিনিটে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়। সোনারগাঁ উপজেলা কর্মকর্তা রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দান এবং গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মাহাবুব আলম সুমন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, ওসি তদন্ত আহসানুল্লাহ ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সোনারগা উপজেলা সহকারী ভূমি কমিশনার ইব্রাহিম, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পংকজ সরকার,উপজেলা ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ, রিপন সরকার, নির্মল দত্ত, ইমাম ও সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, ইউপি সদস্য খোরশেদ ফরজী,ছাত্রলীগ নেতা ফয়সাল মামুন ভূঁইয়া,মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আহমেদ, হৃদয়, যুবলীগ নেতা সজীবসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।