নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁয়ে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতার দিবস স্বত:স্ফুর্ত নানা অয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার ২৬ মার্চ সকালে সূর্যদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পায়রা ও বেলুন ওড়ানো, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা দিবস পালন করেছে।
সোনারগাঁ উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ভূমি সরকারী কমিশনার মোঃ ইব্রাহিম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম সুমন, ওসি তদন্ত আহসানুল্লাহ, ওসি অপারেশন মাহাফুজ রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মামু ডাক্তার ফেন্সি,
উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন বাবুল,নাসরিন সুলতানা ঝরা,রায়হান যাবেদ,উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব,ছাত্রলীগ নেতা ফয়সাল ভূইয়া মামুন, ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবসে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
ইঞ্জিনিয়ার মাসুম বলেন, দেশ ভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর নিপিড়ন, অত্যাচার, বঞ্চিত করে আসছিল। বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই থেকে বাংলার মানুষ প্রতিবাদ গড়ে তোলেন এবং মুক্তির জন্য সংগ্রামে ঝাপিয়ে পড়েন।