বিশেষ প্রতিনিধি সোনারগাঁ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেজওয়ান উর ইসলাম । এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ডাক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ মোল্লা,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল,সমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না, কাচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর,
এছাড়া আর উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসারসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার শুরুতে মাদক ও মোগরাপাড়া চৌরস্তায় যানজট নিরসনে প্রশাসনের গুরুত্ব এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।