নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(২৪ মে) বুধবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা (আমতলা) এলাকায় অবস্থিত আইকন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাহমুদ বাবু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সুযোগ্য সন্তান তরুণ উপজেলা আওয়ামী লীগ নেতা ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শিপন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ মাহমুদ বাবু বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় দেশটি সুন্দরভাবে পরিচালনার জন্য মেধাবী নাগরিক প্রয়োজন। তবে চরিত্র ও নৈতিকতাবিহীন মানুষ মেধাবী হলেও তারা দেশের কল্যাণে আসেনা। তাই আমরা জ্ঞানী মানুষ চাই কিন্তু চরিত্রহীন জ্ঞানী চাইনা। আইকন ইন্টারন্যাশনাল স্কুল দেশকে নৈতিকতাসম্পন্ন যোগ্য নাগরিক উপহার দিচ্ছে বলে আমরা বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্যে তরুণ আ’লীগ নেতা এরফান হোসেন দীপ বলেন, শিক্ষাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ মানুষ গড়ার কারিগর যে দেশ যত শিক্ষিত সে দেশ ততো উন্নত, আজকের এই ছোট ছোট সোনামনিরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তাই সকলকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।