নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া সোনারগাঁ উপজেলা আ’লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন। সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুর রহমান, এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি শাখার কর্মকর্তাসহ শাকিবা রহমান, আচল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ সাবরিনা রহমান, বীর মুক্তিযোদ্ধা ইসাক মিয়া হাবিব মাষ্টার সাংবাদিক নুর নবী জনি, সহ প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, সে সাথে
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।