কাগজ কলম নিজস্ব প্রতিবেদক,
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, গণসংগীতের কিংবদন্তি শিল্পী ফকির আলমগীর। বাংলাদেশে গণসংগীতের ক্ষেত্রে তাঁর সমকক্ষ বা জনপ্রিয় দ্বিতীয় কোন শিল্পী নেই। নিজের শ্রম, সময়, অর্থ-সম্পদ ব্যয় করে তিনি গণসংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন এবং গণমানুষের সুখ-দুঃখের কথা তাঁর গানে তুলে ধরেছেন। আমরা জানি, মহান মুক্তিযুদ্ধে গণসংগীত কিভাবে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে। মহান মুক্তিযুদ্ধের এমন একজন শব্দসৈনিক হলেন জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীর। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ আমরা তাঁকে স্মরণ করি।
প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জননন্দিত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত ‘কথা-গানে ফকির আলমগীরকে স্মরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফকির আলমগীর সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ, প্রয়াত ফকির আলমগীর এর সহধর্মিণী সুরাইয়া আলমগীর, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ঋষিজ, উদীচী, ক্রান্তি, সত্যেন শিল্পীগোষ্ঠী, ভিন্নধারা, পঞ্চভাস্কর, সমস্বর, উঠোন এবং আরিফ রহমান ও আবিদা রহমান সেতু।
প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’ আয়োজিত কবি জামাল হোসেন এর কাব্যগ্রন্থ “একমুঠো পলিমাটি” এর মোড়ক উন্মোচন, আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।