নিজস্ব প্রতিবেদক।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের মাধিপুর এলাকায় রাস্তা সিসি ঢালাইয়ের নির্মান কাজের উদ্ধোধন করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আরিফ মাসুদ বাবু। ২৪ জুন ( শনিবার ) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাধিপুরে ৩০০ ফিটের সি সি রাস্তার কাজটি ওয়ান পারসেন্ট এর বরাদ্দকৃত প্রায় ৬ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তাটির নির্মান
কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এন্টারপ্রাইজ। স্বল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে চলাচলের উন্মুক্ত হবে বলে জানান এলাকাবাসী সন্তুষ্টি জানিয়ে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এলাকাবাসী মনে করেন রাস্তা টি উদ্ধোধন হওয়ায় ক্রমবর্ধমান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। একই সঙ্গে প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু
এসময় আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে মোগড়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার মাধিপুরে সিসি ঢালাই করণ কাজের উদ্ধোধন করা হলো। মোগড়াপাড়া ইউনিয়নে একটি রাস্তাও কাচা থাকবে না, ধারাবাহিকভাবে প্রতিটি রাস্তা পাকা করা হবে।
তিনি আরও বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। মোগড়াপাড়া ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো: মানিক মিয়া, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্ধিক, মোস্তাফিজুর রহমান বাবু, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।