নিজস্ব প্রতিবেদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেন এর সুযোগ্য সন্তান তরুণ আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ,
প্রধান অতিথির বক্তব্যে দীপ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনী নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বড় মানুষ ছিলেন, কত বড় একজন নেতা ছিলেন— সেটা আমরা সবাই জানি। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার মধ্যে বাবার গুণাবলী ধারণ করেছিলেন। চালচলন ও পোশাক-পরিচ্ছদে শেখ কামাল ছিলেন অতি সাধারণ। বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।’
তিনি আরও বলেন, ‘পড়াশোনার বাইরেও সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে শেখ কামালের ছিল ব্যাপক আধিপত্য। তিনি বড় মাপের একজন আলোকিত মানুষ ছিলেন। আলোকিত পারিবারের শিক্ষা তাকে আলোকিত করেছে। তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি বেঁচে থাকলে দেশের ক্রীড়াকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন। যেটি এখন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম,মানিক মেম্বার,আনোয়ার আলী মেম্বার,ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শান্ত, তপু,মারুফ, ছাব্বির,আরমান হাসান,সিয়াম,রাসেল, রহিম, নাহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।