নিজস্ব প্রতিবেদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস এর উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিসের অফিসে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস,ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শফিউল বাসার বাবু,মো,আল আমিন, রানা আহমেদ রবি,এস এম সুমন,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, খোকন, দিন ইসলাম, আবুল কালাম,শিপন আহমেদ শিপু,রুবেল,শামিম,শহিদ,লিটন,আমজাদ ও খাইয়ুম,মোগরাপাড়া ইউনিয়নের ও প্রার্থী হৃদয় আহমেদ সহ প্রমুখ।