নিজস্ব প্রতিবেদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া ও আলোচনা সভা।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো,শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মোবারক হোসেনের সুযোগ্য সন্তান মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান তরুণ আওয়ামী লীগ। নেতা এরফান হোসেন দীপ, আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরফান হোসেন দীপ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ, এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।
বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুননেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি তাদের কাছে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাতেন বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম,সাবেক ৭ নং ওয়ার্ডের সদস্য শ্রী লোকনাথ দত্ত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ৬ নং ওয়ার্ডের মোঃআনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন,আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমেদ, যুবলীগ নেতা আরমান মাহমুদ, শরিফুল ইসলাম,আলম, শাহজালাল, আলী হোসেন, সেলিম মিয়া, মোঃ রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা কবির প্রধান, শফিকুল ইসলাম,শান্ত মিয়া,আরাফাত ইসলাম, হাসানুল ইসলাম, সাবির হোসেন, সিয়াম, ফয়সাল আহমেদ, তপু, আরমান রাশেদ, নেতা শেখ রাসেল,নাহিদুল ইসলাম খোকন,সেলিম, ইসলাম,রিফাতসহ প্রমুখ।