নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।
১৩ ই আগষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা হেফাজত আন্দোলন এর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১১ ই আগষ্টে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় কমিটির নেতা মামুনুল হকের মুক্তির দাবিতে সমাবেশে বক্তব্য দেন সেই বক্তব্যে তারা বলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ও সোহাগ রনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন তারই পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের শীর্ষস্থানীয় একাদিক নেতা জানায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুমকে জড়িয়ে মিথ্যা সংবাদ ফেসবুকে ও কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ইঞ্জিনিয়ার মাসুমকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী ও স্বার্থনেষী মহল উঠে-পড়ে লেগেছে। যা রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছুই না। এরই ধারাবাহিকতায় গত কিছু দিন যাবত একটি ফেক ফেসবুক আইডি থেকে অপপ্রচার জালানো হচ্ছে। ইঞ্জিনিয়ার মাসুমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। তারা আরও বলেন, খোঁজ নিয়ে জানা যায়, করোনার শুরুতেই আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম। এছাড়া সরকারের যেকোন উন্নয়নমূলক কাজে ও দলীয় আন্দোলন সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী নিয়ে
অংশ নিয়েছেন তিনি। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বলেন বিগত বছরগুলোতে আমার উপজেলা ও ইউনিয়নের অসহায় ও মধ্যবিত্ত পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ সহ বিভিন্ন সহযোগীতা করে আসছি এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ কে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। যা একটি মহলের সহ্য হচ্ছে না বা যা তারা সহ্য করতে পারছেনা। তাই এ চক্রটি রাজনৈতিকভাবে আমার ক্ষতিসাধন করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলার জামাত বিএনপির কয়েকজন এজেন্ডরা মিথ্যা তথ্য দিয়ে ও ভুল বুঝিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে সাথে এসময় অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।