নিজস্ব প্রতিবেদক।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস নিহতদের স্মরণে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়।।
মঙ্গলবার ১৫ ই আগষ্ট সোনারগাঁ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। এবং বেলা ১১ টায় সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
সে সাথে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন যাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল কায়সার, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনার মাসুদুর রহমান মাসুম,
আলোচনা সভার বক্তব্যে আব্দুলাহ আল কায়সার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ দেশ উন্নতির পথে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের হাত থেকে বাদ যায়নি পরিবারের ছোট ছেলে শেখ রাসেলও। প্রধান অতিথির বক্তব্যে এড শামসুল ইসলাম ভূঁইয়া বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের ষড়যন্ত্র করেই ঘাতকরা নামেনি তারা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে, ২০০৪ সালে ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের প্রধান লক্ষ্যই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়েছেন। আজও সেই ঘাতকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদেশটাকে ধব্বংস করার জন্য। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি করতে না পারে। আওয়ামীলীগকে ক্ষতি করতে না পারে।
দোয়া ও আলোচনা সভা শেষে গরীবদের মাঝে খাদ্য বিতরন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল জামান, মারুফুল ইসলাম ঝলক, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা আ’লীগে যুগ্ম সম্পাদক জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,
মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোস্তফা কামাল নিলু,যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ,উপজেলা আ’লীগ নেতা মাসুম বিল্লা, তাজুল ইসলাম, হাজী আলম চান, হালিম মেম্বার, ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকা, সাইদুর রহমান,ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, আল আমিন সরকার,নাসরীন সুলতানা ঝরা,অ্যাডভোকেট নুরজাহান, উর্মি আক্তার, শ্যামলী চৌধুরী,
উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহাবুব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ প্রমুখ।