নিজস্ব প্রতিবেদক।
স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোনারগাঁয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেছেন আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলাম ঝলক।
তিনি আরো বলেন, ২০০৪ সালের ২১ শে আগষ্ট যে গ্রেনেড হামলা হয়েছে তার পৃষ্ঠপোষক তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সুতায় গাঁথা। তাই আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উত্তর আপনারা দিবেন। এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতরা কি এ দেশে থাকতে পারে?
গতকাল সোমবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভার বক্তব্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলাম ঝলক এই প্রশ্ন করেন উপস্থিত নেতা-কর্মীদের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি আরমান মেরাজ, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ আহম্মেদ, আবু সাঈদ, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী মুহাম্মাদ হোসাইন, আওয়ামীলীগ নেতা গাজী মুজিবুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইব্রাহীম আহাম্মেদ শাকিল প্রমুখ।
এছাড়াও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।