নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁ ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলাম ঝলক। তার বাবা এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন যাবত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, এবং বর্তমানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সেই সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, মারুফুল ইসলাম ঝলক ছাত্র রাজনীতিতে হাতে গড়ি নটর ডেম কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধদের ফলে নটর ডেমের ছাত্র হয়েও ঢাকা সিটি কলেজে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র লীগ করতেন, বিরোধী দলীয় সময় ঢাকা মহানগর ছাত্রলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে জনসংযোগে মাঠে নামেন।
অপরদিকে, দীর্ঘ ১০ বছরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এমপি হতে পারেননি, ফলে অনেক নেতাকর্মী মনে করেন এমপি বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারের যে উন্নয়ন তার স্বাদ পাইনি সোনারগাঁ উপজেলা বাসি। এই ইস্যুকে কাজে লাগিয়ে উপজেলাবাসীকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করে আসছেন মারুফুল ইসলাম ঝলক। উপজেলা বাঁসীও তার ডাকে সাড়া দিয়ে ঐক্যমত পোষণ করে আসছেন। এছাড়া, এমপি ও ক্ষমতার সাধ বঞ্চিত দলের তৃণমূলের নেতাকর্মীরাও ঝলককে এমপি হিসেবে পেতে চাইছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে ও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। অধিকারবঞ্চিত সোনারগাঁ উপজেলার উন্নয়নের স্বার্থে এ উপজেলার মাটি থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলককে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মী আমজনতার দাবি বিগত ১০ সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগের কোন প্রার্থী ছিলনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাবি মানতে হবে। সোনারগাঁয়ের মাটি থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঝলককে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী ও আমজনতা। ঝলক দলীয় মনোনয়ন পেতে অনেক দিন ধরে এই আসনের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জনসংযোগ চালিয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ১ টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রামেগঞ্জে ও পাড়া-মহল্লায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
ঝলক বলেন ১০ বছর সোনারগাঁ উপজেলা থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তাই তিনি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত অধিকার বঞ্চিত সোনারগাঁ উপজেলার দিকে চোখ তুলে তাকাবেন। আর নেত্রীকে এই আসন উপহার দেবেন তিনি।