নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোক দিবস, ১৫ই আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও শোক সভায় অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার ২৬ শে আগষ্ট) বিকেলে সাদিপুর ইউনিয়নের রতন মার্কেট এলাকায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও শোক সভায় অনুষ্ঠিত হয়।
শুক্কুর মাহামুদ এর সভাপতিত্বে ও মোঃ কবির হোসেন এর সঞ্চালনায়
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মরহুম মোবারক হোসেন এর সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, প্রধান অতিথির বক্তব্যে দীপ বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাংলায় নয়, গোটা পৃথিবীতে খুব বেশি নেই যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি, দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য এবং সত্যি সত্যি তিনি সেই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র ৪ বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়েছিল এই স্বাধীন দেশে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদিপুর ইউপি সাবেক সদস্য ইসমাইল হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর প্রস্তবিত কমিটির সাংস্কৃতি সম্পাদক মোঃ নজরুল ইসলাম,মোঃ আনোয়ার আলী মেম্বার,বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,আওয়ামী লীগ বিশিষ্ট নেতা তাজউদ্দীন আহমেদ, হাজী মোহাম্মদ মজিবুর রহমান মেম্বার,আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন,মোহাম্মদ আলী হোসেন,মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ রাসেল,ফয়সাল আহাম্মেদ তপু, আরমান আহমেদ,নাহিদুল ইসলাম খোকন,শান্ত,রাসেলসহ এলাকার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।