নিজস্ব প্রতিবেদক।
সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উদ্ভাবনী স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে ধারন করে সারা বাংলাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো। চলছে গ্রামের উন্নয়ন থাকবে না আর শহর গ্রামের ব্যবধান। এ স্লোগানকে সামনে রেখে, জাতীয় স্থানীয় সরকার দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরজুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, নুরুজ্জামান, মোশারফ হোসেন, খোরশেদ ফরাজি, জাহাঙ্গীর, আফজাল হোসেন, মান্নান, সংরক্ষিত মহিলা সদস্য রুনা আক্তার,নাসিমা আক্তার পলি,জাকিয়া সুলতানা, সদস্য সচিব সুমন আহমেদ, সহ স্থায়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল মন্ত্র সব ধরনের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছানো। দিনরাত চেষ্টা করে চলেছেন সরকার। বাংলাদেশের একজন ও যেন ভূমিহীন না থাকে তার জন্য সকলের সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করে যেতে হবে।