নিজস্ব প্রতিবেদক।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক বার্তায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন।
প্রকৃতই আগস্ট বাঙালি জাতির কাছে এক গভীর বেদনার মাস,নিরবে কান্নার মাস, তীব্র প্রতিবাদের মাস। বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলেও আগস্ট মাসের পৈশাচিক নির্মমতার এক রাজনৈতিক তাৎপর্য রয়েছে।
কারণ, হাজার বছরের শাসন-শোষণ আর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাঙালি জাতিকে যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন, এনে দিয়েছেন লাল-সবুজের পতাকা সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টেই এদেশের ক্ষমতালোভী কিছু মানুষরূপী নরপিশাচ রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করে।
আগস্টের শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। সতর্ক হয়ে ভাবতে হবে বাঙালির শত্রু“ বিশেষত আওয়ামী লীগের শত্রু“ সংখ্যাও বৃদ্ধি পেয়েছে- এই শত্রু“ শরীরি এবং ভার্চুয়াল উভয় ধরনের। শুধু সংখ্যায়ই নয়- কৌশলেও তারা আগের চেয়ে হয়েছে চালাক ও চতুর। সুতরাং শত্রু“র মোকাবেলা করতে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরও নানাভাবে হতে হবে আরো চৌকস, আরো স্মার্ট। বুদ্ধিমত্তা, শক্তি ও কৌশলে সকল অপশক্তিকে পুনরায় পরাজিত করার সামর্থ্য অর্জন করতে হবে।
আগস্টের শোককে বহন করার ধৈর্য্য নিয়ে শক্তিও সঞ্চয় করতে হবে- একথা ভুলে গেলে চলবে না। সমগ্র বাঙালিকে নিয়ে অমিত আলোর অভিযাত্রায় পৌঁছুতে হলে বঙ্গবন্ধুর আদর্শকেই শক্তির উৎস ধরে এগুতে হবে।