সোনারগাঁ উপজেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন মোঃ মোজাম্মেল হক সহ তার পুরো পরিবার।
জানা যায়, সোনারগাঁও থানাধীন সাহাপুর মৌজাস্থিত আর.এস-৫৭ নং দাগে ০৫.৩৩( পাঁচ দশমিক তেত্রিশ) শতাংশ, আর.এস-৫৮ নং দাগে ০৬ (ছয়) শতাংশ সহ মোট ১১.৩৩ (এগার দশমিক তেত্রিশ) শতাংশ জায়গা মোঃ মোজাম্মেল হক ২০২১ সাল এবং চলতি বৎসর উক্ত তফসিলভুক্ত সম্পত্তি সাব কবলা রেজিষ্ট্রী দলিল ক্রয় করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে। যা নিয়ে স্থানীয় বাসিন্দারাও একত্বতা স্বীকার করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ মোজাম্মেল হকের কাছে হুমকির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন সকলের সুপরিচিত নূরানী কম্পানির ভূমিদস্যু শাহাজালাল(৫০), পিতা-মৃত ইদ্রিস আলী ওরফে আঃ মজিদ, মোঃ জয়নাল(৪৫) ও জিয়াউল হক জিয়া(৪০), পিতা-মৃত সামসুল হক বিগত ০৫(পাঁচ) মাস যাবত পূর্ব হইতে আমার ভোগ দখলকৃত সম্পত্তি দখলের জন্য বিচ্ছিন্নভাবে পায়তারা করিয়া আসিতেছে। এছাড়াও গত ০২/০৯/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ১০ ঘটিকার সময় উপরোক্ত ব্যাক্তিরা ছাড়াও ১২-১৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তি ও তাদের মদতকৃত কিশোর গ্যাং দ্বারা উক্ত সম্পত্তি দখলের প্রচেষ্টা চালায় এবং জমিতে অবস্থিত গাছ কাঁটার জোর প্রচেষ্টা চালায় যার ফলে আমার মা সহ ঘরে থাকা আমার বাচ্চারা বেরিয়ে এসে বাঁধা দেওয়ায় তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ছোট ছোট গাছগুলো ভেঙে অল্প কয়েক দিনের মধ্যে জায়গা দখল করবে বলে হুঙ্কার দিয়ে তারা স্থান ত্যাগ করে। যার ক্ষুদ্র ভিডিও বার্তাও আমার বাচ্চারা সংরক্ষণ করে রাখে। যার ফলস্রুতিতে সোনারগাঁও থানাতে অভিযোগ দায়ের করা হয়। এমতাবস্থায় কিছুদিন পূর্বে সামাজিকভাবে মিমাংসার জন্য বসলে তারা তা না মেনে নিজেদের মতো ব্যাবস্থা নিবে বলে মিমাংসা অসম্পূর্ণ থেকে যায় এবং বর্তমানে অজ্ঞাত ব্যাক্তিদের দ্বারা হুমকি সহ বিভিন্ন মাধ্যামে বিভিন্নভাবে প্রপাকান্ড ছড়িয়ে যাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম বলেন, উক্ত জমি সংক্রান্ত বিষয়টি আমার আমলে রয়ছে বিচার বিশ্লেষণ করে বিষয়টি সমাধান করা হবে।