নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২৩ সোনারগাঁ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি ২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১৭০০ অধিক জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায়।
(বুধবার ১৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন খোকা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূইয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুব আলম সুমন, ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আল আমিন সরকার, আব্দুল রসিদ মোল্লা, জাহিদ হাসান জিন্না, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রমুখ।