নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকার আদমপুর বাজার ও পানাম নগর এলাকায় শেখ রাসেল দিবস ও শুভ জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন ও ডেঙ্গু সচেতনতার কর্মসূচীর আয়োজন করা হয়েছে। (শুক্রবার ২০ অক্টোবর) সকালে সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূইয়ার ছেলে উপজেলা আ’লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক এর সার্বিকব্যবস্থায় এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় মারুফুল ইসলাম ঝলক বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম শুভ জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষ্যে এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমরা সব সময় দেশ ও জাতীর কল্যাণে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় আমরা এই বৃক্ষরোপন কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি।
বর্তমান সময়ে ডেঙ্গু একটি জাতীয় সমস্যা। এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
এ সময় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে,জন সাধারনের মাঝে লিফলেট বিতরন করেন এবং ডেঙ্গু মহামারির এডিস মশা প্রতিরোধে মশার ঔষধ স্প্রে করেছেন এবং আদমপুর বাজার এলাকায় মানুষের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং আলাপ আলোচনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান সুশিক্ষিত ও নগদ এর নির্বাহী পরিচালক সোনারগাঁ উপজেলার নৌকা মনোনয়ন প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক,আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সদস্য মোহাম্মদ হুসাইন, সাবেক ছাত্র নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ফয়সাল ভূইয়া মামুন, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।