বিশেষ প্রতিনিধি সোনারগাঁ নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু হুমায়ারা আক্তারের হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন তার মা-বাবা ও এলাকার বাসি,এবং অত্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ।
মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃধাকান্দী গ্রামে বেলা ২ টায় এই মানববন্ধন করেন তারা।
আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অংশ নেন ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার।
শিশু হুমায়ারা আক্তার বাবা মার সাথে বাসায় থাকতেন। নিহত হুমায়ারার ভাবির যোগসাজশে এ হত্যা কান্ড ঘটে।
মানববন্ধনে হুমায়ারার মা বাবা জানান
গত ২৮ জুলাই মঙ্গলবার তার মৃত্যুর খবরে আমরা দিশেহারা হয়ে পড়ি।
তারা বলেন, পুলিশকে খবর দিলে শিশু হুমায়ারার মরদেহ বালুর গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। লাশ দেখে বোঝা যায় এটি পরিকল্পিতভাবে হত্যা করে বালুর গর্তে চাপা দেওয়া হয়।
এদিকে হত্যার সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন, বৈশাখী আক্তার, মনোয়ারা বেগম, সেলিম উরুফে উদয় ও শুকুর আলী।
এ অবস্থায় অবিলম্বে শিশু হুমায়ারা হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের মা-বাবা।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকার, জিয়াউর রহমান দুলাল,ছেতেরা বেগম,ইব্রাহীম, হান্নান, খবিবুর রহমান,সেলিম মিয়া, হানিফা,আবুল কালাম,মুছা,মিজান, জুবায়ের,রমজান আলী,কাজীমালি,আল আমিন, কামাল হোসেন, নুরুল ইসলাম, আব্দুল বারেক,নাসিরউদ্দিন, মরজিনা বেগম,জোহরা বেগম,হাজেরা। বেগম,রোকেয়া,শিল্পীসহ প্রমুখ।