বিশেষ প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস -২০২২ পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতিমূলক সভা শুরুর পূর্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সভায় আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, সিভিল সার্জন ডা. নিয়াজ মাহমুদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.ওহীদ আলম লস্কার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী
মো.এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো জাহিদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোবায়ের রহমান রাশেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, জেল সুপার মো.ওবায়দুর রহমান, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মো.আলতাফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.হারুন অর রশীদ, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশীষ কুমার, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো.শামীম হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো.আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১ আগস্ট সকলে কালো বেজ ধারণ করেন এবং
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।